আইএসকে ধ্বংস করার প্রত্যয় আফগান প্রেসিডেন্টের

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ওই গোষ্ঠীটি এখন আফগানিস্তানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ফলে জঙ্গিদের সঙ্গে আফগান সরকার ও তালেবান গোষ্ঠীর নিয়মিত লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।

বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,‘তারা (আইএস) ভুল লোকজনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। আফগানরা তাদের ধ্বংস করবে।’ তিনি জিহাদিদের বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন। যদিও এর আগে তিনি আইএসের কারণে আফগান সরকার ঝুঁকিতে রয়েছে বলে তিনি স্বীকার করেছিলেন।

প্রেসিডেন্ট গনি তালেবানদরে সঙ্গে তার সরকারের আলোচনা প্রসঙ্গে বলেন, আগামী এপ্রিল থেকে প্রস্তবিত ওই শান্তি আলোচনা শুরু না হলে গোটা অঞ্চল জুড়ে এর খারাপ প্রভাব পড়বে। তাই তিনি ফেব্রুয়ারি ও মার্চ মাস দুটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। তালেবানরা আলোচনায় অংশ গ্রহণে সম্মত না হলে পাকিস্তানের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন।



মন্তব্য চালু নেই