আইএসের নিজস্ব মুদ্রা চালু

মার্কিন পুঁজিবাদের বিরোধিতা করতে এবার ইরাক ও সিরিয়ার অধিকৃত এলাকায় নিজস্ব মুদ্রা চালু করল ইসলামিক স্টেট (আইএস)।

সম্প্রতি অনলাইনে পশ্চিম এশিয়ার ওই জঙ্গিগোষ্ঠী ‘দ্য রাইজ অব খলিফা অ্যান্ড দ্য রিটার্ন অব গোল্ড দিনার’ (খলিফার উত্থান ও স্বর্ণ দিনারের পুনঃপ্রতিষ্ঠা) শীর্ষক একটি ভিডিও প্রকাশ করেছে।

এতে নতুন এই মুদ্রার চালু করার কথা জানানো হয়েছে। ওই ভিডিওটিতে স্বর্ণ দিনারের ছবিও দেখানো হয়েছে।

ভিডিওটি ইতোমধ্যেই ইন্টারনেটের মাধ্যমে নানা ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে।

আরবি ও ইংরেজি ভাষায় ওই ভিডিওটিতে আইএস দাবি করেছে, ৯/১১ হামলার পরে এটাই আমেরিকার প্রতি জঙ্গিদের ‘দ্বিতীয় তোপ’। আমেরিকার ‘অত্যাচারী অর্থনৈতিক ব্যবস্থার’ বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই মুদ্রার প্রচলন।

ইরাক ও সিরিয়ার ‘ধর্ম-রাজ্যে’ ইসলামিক মুদ্রার প্রচলন করার কথা অবশ্য বহু আগেই ঘোষণা করেছিল আইএস। গত বছরের নভেম্বর মাসেই তাদের তরফে জানান হয়েছিল, প্রাচীন স্বর্ণমুদ্রার আদলে ধর্মের বিধি-নিষেধ মেনেই স্বর্ণ, রুপা এবং তামার মুদ্রা দিনারের প্রচলন করা হবে।

সেই মতো সম্প্রতি আইএস মুদ্রার প্রচলন করেছে বলে সিরিয়ার একটি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, ধর্মীয় অনুশাসন মেনে দিনারের একপিঠে সাতটি ধানের শীষের ছবি খোদাই করা হয়েছে। সেই ছবি ধরা পড়েছে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটিতেও।

আইএস বর্তমানে বিশ্বের অন্যতম ধনী জঙ্গিগোষ্ঠী। তাদের পক্ষে এই মুদ্রার প্রচলন অসম্ভব নয় বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।



মন্তব্য চালু নেই