আইএসের বিরুদ্ধে আল-কায়েদার যুদ্ধ ঘোষণা

জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আরেক জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা। আইএসের বিরুদ্ধে কড়া ভাষা ব্যবহার করেন আল-কায়েদার শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরি।

৯/১১ টুইনটাওয়ার হামলার বর্ষপ্রতি উপলক্ষে দেওয়া এক অডিও বার্তায় আইএস প্রধান আবু বাকার আল-বাগদাদিকে ‘রাজদ্রোহ’র অভিযুক্ত করেন জাওয়াহিরি। বাগদাদি নিজেকে মুসলিম বিশ্বের নেতা দাবি করায় এই দাবি করেন আল-কায়েদা প্রধান।

বুধবার অনলাইনে প্রকাশিত বার্তায় মিশরীয় এই ডাক্তার বলেন, ‘আপনারা আবু বকর আল-বাগদাদী এবং তার ভাইদের কাছ থেকে অনেক ক্ষতি অনেক সহ্য করেছেন। তবে আমরা যতটা সম্ভব অল্প সময়ের মধ্যে এই রাজদ্রোহের আগুন নেভাবো।’
গত বছর ইরাকের মসুল থেকে এক বার্তায় বাগদাদি খিলাফতের আমির হিসেবে তাকে মেনে নেওয়ার জন্য মুসলিমদের প্রতি আহবান জানান।

তবে জাওয়াহিরি বলেন, ‘বাগদাদির ঘোষনায় সবাই বিস্মিত হয়েছিলো। কারণ তিনি মুসলিমদের সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়াই ওই ঘোষণা দেন।



মন্তব্য চালু নেই