আইএসের মূল হোতা ইসরায়েল

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘আইএস মানে ইসলামিক স্টেট নয়, আমি ইসরায়েলি স্টেট বুঝি। ভবিষ্যতে যদি আবিষ্কার হয় যে, আইএসের মূল হোতা ইসরায়েল তাহলে আমি বিস্মিত হবো না।’

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মিলনায়তনে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এ আলোচনা সভার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন, আইবিএ এর পরিচালক কে এম সাইফুল মজিদ প্রমুখ।

আসাদুজ্জামান নূর বলেন, ‘ভবিষ্যতে যদি কোন সময় আবিষ্কার হয় যে, আইএস’র মূল হোতা ইসরায়েল তাহলে আমি বিস্মিত হবো না। কারণ বড় বড় দু’একটি দেশতো আছে, যারা সারা পৃথিবীতে এসব লাগিয়ে রাখছে। যেখানে ঢুকছে সেখানে সর্বনাশ করে গেছে। আমাদের এখানেও ঢুকার চেষ্টা করছে। আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, ইরাকে সর্বনাশ করেছে।’

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘তারা আবার মহা পরাক্রমশালী। নাম নিলেও নাকি অসুবিধা। তারাই তো ইসরায়েলের সবচেয়ে মদদদাতা। যে কারণে কি ওখানে হামলা হয় না। নানাভাবে চিন্তা করা উচিত। কেন ইসরায়েলে হামলা হচ্ছে না? বোঝা যায় এখানে একটা ষড়যন্ত্র রয়েছে। বৈশ্বিক ষড়যন্ত্র রয়েছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের দেশেও এসব হামলা হচ্ছে।’



মন্তব্য চালু নেই