আইএস আছে স্বীকার করতে প্রচণ্ড চাপ আছে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ মোটেও অনিরাপদ নয়।

ঢাকায় গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন বাংলাদেশে আইএস আছে এমনটি স্বীকার করে নিতে প্রচণ্ড চাপ আছে।

যদিও কারা চাপ দিচ্ছে সেটি তিনি প্রকাশ করেননি।

তবে সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও মিশরের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “মুসলমানরাই মুসলমানদের মারছে, কিন্তু ক্রীড়নক কারা ? নাটাইয়ের সুতো কাদের হাতে?”

“বাংলাদেশে আইএস আছে এমন স্বীকৃতি আদায় করতে পারলে দেশের অবস্থা কি হবে দেশের মানুষ কি তা ভেবে দেখবেন ?”

তিনি বলেন, “বাংলাদেশে আইএস আছে, জঙ্গি আছে এটা কোনভাবে স্বীকার করানো, যদি এটা স্বীকার করানো যায় তাহলে হামলে পড়তে পারে, সে ধরনের পরিকল্পনা কিন্তু অনেকেরই আছে”।

লন্ডনে রাজনৈতিক ঐক্য গড়তে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, “যার হাতে মানুষ পুড়েছে তার সাথে বসার ইচ্ছে আমার নেই। এতো রাজনৈতিক সংকট বা দৈন্যতায় পড়েনি যে কোন খুনির সাথে বসতে হবে”।

প্রশ্নকর্তা সাংবাদিকের উদ্দেশ্যে তিনি বলেন, “দয়া করে ওই খুনির সাথে বসতে বলতে বলবেননা। তার সাথে বসলেই আমি পোড়া গন্ধ পাবো”।বিবিসিবাংলা

 



মন্তব্য চালু নেই