আইকিউ টেস্টে আইনস্টাইনকে হারিয়ে দিল বিস্ময় বালক

একমাত্র ছেলে। খেলার ভীষণ নেশা। ক্রিকেট আর টেনিস বলতে পাগল। পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠিকমতো প্রস্তুতিও নেয়নি। কিন্তু, রেজাল্ট দেখে পরীক্ষকদের চক্ষু চড়কগাছ। ১০ বছরের ছেলেটা আইকিউ টেস্টে হারিয়ে দিল অ্যালবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিন্সকে।

১০ বছরের ধ্রুব তালাতি ভারতীয় বংশোদ্ভূত হলেও লন্ডনেই বেড়ে উঠেছে। লন্ডনের ফুলউড স্কুলে পড়াশোনা করে সে। মা স্কুল শিক্ষিকা ও বাবা ব্যাংকার। দু’জনেই ভারতীয়৷ সম্প্রতি বেসরকারি এই আইকিউ টেস্টে অংশ নেয় ধ্রুব। যাতে তার স্কোর ১৬২। যেখানে আইনস্টাইন ও হকিংসের বুদ্ধি ১৬০ সংখ্যা পর্যন্ত পৌঁছতে পেরেছিল।

ধ্রুবর এই সাফল্যে যতখানি না অবাক করা, তার চেয়েও বেশি খুশি তার বাবা-মা। ছেলের বুদ্ধির এই বহর এতখানি সেটা আগে অনুমান করতে পারেননি তারা। এবারে ছেলের প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে আরও সচেষ্ট হবেন বলে জানিয়েছেন ধ্রুবের বাবা। -সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই