আইডিয়ালের আয়োজনে বায়োগ্যাস গ্রাহক উদ্বুদ্ধকরন সভা

বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ালের আয়োজনে বুধবার সকাল ১১ টায় ইডকলের সহযোগিতায় বায়োগ্যাস গ্রাহক উদ্ভুদ্ধকরন সমাবেশ সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সংস্থার পরিচালক ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন আগরদাঁড়ি কামিল মাদ্রাসার সুপার ইয়াকুবআলী ও আবাদেরহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ সহ প্রায় ৫০ জন সম্ভাব্য বায়োগ্যাস গ্রাহক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংস্থার পরিচালক ডাঃ নজরুলইসলাম। মাল্টিমিডিয়ার মাধ্যমে বায়োগ্যাস প্লান্টের ধারনা উপস্থাপন করেন ইডকলের প্রশিক্ষণ সমন্বয়কারী শেখ শহীদুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সমাজে বায়োগ্যাসের গুরুত্ব, সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি)বস্তবায়ন, বায়োস্লারী (জৈবসার) ব্যবহারের উপকারিতা, কেন আমরা বায়োগ্যাস ব্যবহারকরব, বায়োগ্যাস ব্যবহারের বৈজ্ঞানিক ব্যাখ্যাইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন জাহাঙ্গীর আলম। সমগ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সমন্বয়কারী শাহাদাত হোসেন। কারিগরী সহযোগিতায় ছিলেন মেহেদী হোসেন সোহাগ।



মন্তব্য চালু নেই