আইডিয়াল কলেজে প্রতিপক্ষের হামলায় ছাত্র গুলিবিদ্ধ

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রাজধানীর আইডিয়াল কলেজে প্রতিপক্ষের হামলায় নাইমুর রশিদ নাবিল (১৮) নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। সে ওই কলেজের কমার্স প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী একই কলেজের ছাত্র কাওসার আজম জানান, সাইদ হোসেন রোমান নামের এক ছেলেসহ বহিরাগত কয়েকজন লাঠিসোটা নিয়ে এসে প্রথম বর্ষের কয়েকজন ছাত্রের ওপর অতর্কিতে হামলা চালায়। এক পর্যায়ে রোমান পিস্তল বের করে গুলি চালায়। এতে নাবিলের বাম পায়ে গুলি লাগে। পরে কাওসার নিজে নাবিলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

গুলিবিদ্ধ হয়ে একজনের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস। গুলিবিদ্ধ ছাত্রের পিতার নাম হারুন অর রশিদ। কলাবাগান এলাকার ৯ নং সার্কুলার রোডে একটি বাসায় তারা বাস করেন।

এ প্রসঙ্গে কলাবাগান থানার ওসি ইকবাল হোসেন জানান, আইডিয়াল কলেজে গুলিবর্ষণের খবর তিনি শুনেছেন। কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

মেয়েঘটিত কারণ নিয়ে এ সংঘর্ষ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।



মন্তব্য চালু নেই