‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে আছে। নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন প্রধান কারারক্ষী হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানানোর ভাষা আমার নেই। দুটি হত্যাকাণ্ডই পরিকল্পিত। দুটি ঘটনারই তদন্ত চলছে। একটু অপেক্ষা করুন, জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। জোর গলায় বলছি, যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের খুঁজে বের করতে পারব।’

দেশে যেসব হত্যাকাণ্ড হচ্ছে তা আইএসের নামে প্রচার করা হচ্ছে, এ অভিযোগ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা বারবার বলেছি, প্রমাণও করেছি- এসবের সঙ্গে আইএস জড়িত নয়। বরং দেশের পুরনো জঙ্গিগোষ্ঠী আইএসের নাম দিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে। এতে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী গোষ্ঠীর হাত আছে। আইএসের নাম দিয়ে ঘটনা ঘটানো হলেও প্রত্যেকটি ঘটনার নেপথ্যের কারণ আমরা উদ্ঘাটন করতে পেরেছি। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।’

দেশের ও আন্তর্জাতিক গোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিটি হত্যাকাণ্ডের পর বলা হচ্ছে, আইএস দায় স্বীকার করেছে। একই ওয়েবসাইটে এসব খবর প্রকাশ করা হচ্ছে। মূলত বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। এর আগে যেসব জঙ্গি সংগঠন মাথাচাড়া দিয়ে উঠেছিল, আমরা তাদের দমন করতে সক্ষম হয়েছি। তাদের ভগ্নাংশ এখন বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। আমরা এদেরও চিহ্নিত করতে সক্ষম হয়েছি।’

বারবার একই ধরনের ঘটনা ঘটছে কেন, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের ধরার দায়িত্ব পালন করে। কিন্তু বিচার বিভাগ বিচার করে। বিচার বিভাগের স্বাধীনতা আছে। এখানে আমাদের কর্তৃত্ব ও বক্তব্য নেই। বিচারে দীর্ঘসূত্রতার কারণে অনেকসময় অপরাধীরা ছাড়া পেয়ে যায়।’

নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি পরিপূর্ণভাবে নিরাপদ বোধ করছি। কোনো নাগরিকের নিজেকে অনিরাপদ ভাবারও কোনো কারণ নেই।’

পৃথিবীর অনেক আধুনিক দেশের চেয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ দাবি করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক (রেজাউল করিম) যেদিন সন্ত্রাসীদের হামলায় শাহাদাতবরণ করেছেন, সেদিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিয়ে কয়েকজন নিহত হয়েছে। আপনারাই ভাবুন, জ্ঞান-বিজ্ঞানে উন্নত রাষ্ট্রগুলোতে খুন-খারাবির যে ঘটনাগুলো ঘটছে, আমাদের দেশ এখনো সে পর্যায়ে পৌঁছায়নি। পৃথিবীজুড়ে হত্যাকাণ্ড ঘটছে। বাংলাদেশ এর বাইরে না।’

গাজীপুরের কাসিমপুর কারাগারে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কারাগারের বাইরে ঘটনা ঘটেছে। এ ঘটনা কারাগারে কোনো প্রভাব ফেলবে না। কারাগার নিরাপদ ও পূর্ণ নিরাপত্তায় আছে।’



মন্তব্য চালু নেই