আইপিএলের পাঁচ ‘চাঞ্চল্যকর’ তথ্য যা না জানলেই নয়

একদিন আগেই শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের ‘অজানা’ নানা তথ্য নিয়ে আমাদের এই আয়োজন।

লেগ স্পিনার পীযুষ চাওলা আইপিএলে ৩৬০ ওভারেরও বেশি বল করেছেন। কিন্তু একটাও নো বল করেননি আজ পর্যন্ত!

দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেন আইপিএলে ২১২ টি ডট বল করেছেন। তার থেকে বেশি ডট বল আইপিএলের ইতিহাসে আর কেউ করেননি।

আইপিএলের পুরোনো ছটি দলের মধ্যে দিল্লি ডেয়ার ডেভিলসই একমাত্র দল, যারা কখনও ফাইনাল খেলেনি!

পেসার অশোক দিন্দা এর আগে চারটি আলাদা আলাদা দলের হয়ে খেলেছেন। কিন্তু চারবারই তার দল আইপিএলের শেষ চার দলের মধ্যে ছিল!

উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল আইপিএলে ছটি আলাদা আলাদা দলের হয়ে খেলেছেন। তার থেকে বেশি দলের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা আর কারও নেই।



মন্তব্য চালু নেই