আইপিএলের রঙিন জুতার রহস্য ফাঁস করলেন যুবরাজ

এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে বাউন্ডারি আর ওভার বাউন্ডারির বন্যা ছাড়াও আর একটা জিনিস নজর কেড়েছে সবারই। তা হলো রং বেরঙের জুতোর ব্যবহার।

কোহালি থেকে গম্ভীর, যুবরাজ থেকে ওয়ার্নার—সবার পায়েই এবার ছিল রং বেরঙের জুতো। কিন্তু কেন? আইপিএলের এ যাবত সংস্করণে রঙিন পোশাক দেখা গেলেও রঙিন জুতোর ব্যবহার এই প্রথম।

কারো মতে রঙিন জুতো পরে বোলারদের মনোসংযোগ নষ্ট করার জন্যই এই কৌশল। কিন্তু শুধু ব্যাটসম্যানরাই যে রঙিন জুতো পরেছেন, তা তো নয়। বোলাররাও তো পরেছেন। ফলে এই যুক্তি খাটে না। প্রশ্নের উত্তর খুঁজতে যখন শার্লক হোমসকে আনার জোগাড়, তখনই রহস্য ফাঁস করলেন যুবরাজ সিং।

যুবরাজ জানিয়েছেন, যে জার্মান জুতো প্রস্তুতকারক সংস্থা আইপিএলের সঙ্গে চুক্তিবদ্ধ, এটা তাদেরই কারসাজি। বিভিন্ন রঙের জুতো তৈরি করে তারা একটা অন্য রকম স্টাইল স্টেটমেন্ট তৈরি করার চেষ্টা করেছে এবার। সংস্থার দাবি, তাদের এই পরীক্ষা নাকি রীতিমতো সফল। ইতিমধ্যেই রীতিমতো অর্ডারের পাহাড় জমছে তাদের কাছে।



মন্তব্য চালু নেই