আইপিএলে ‘শূন্য’ রানে বেশি আউট হওয়া ৫ ক্রিকেটার

ইন্ডিয়ান ক্রিকেট লীগ (আইপিএল) মূলত বিখ্যাত ধুমধাড়াক্কা ক্রিকেটের জন্য। ব্যাটিংয়ে এসেই ব্যাটসম্যান বিশাল বিশাল ছক্কা মেরে মাতিয়ে তুলবেন দর্শকদের এটাই যেন এখন হয়ে উঠেছে আইপিএলের নিয়ম।

ব্যাটসম্যানদের ব্যাটিং ঝড় দেখতেই দর্শকরা মাঠে আসেন। কিন্তু আইপিএলে ‘ডাক’ মারার অনেক নজিরও আছে। ক্রিকেট বিশ্বের বিখ্যাত সব ক্রিকেটারও আছেন সবচেয়ে বেশি ডাক মারার এই তালিকায়!

চলুন এক নজরে দেখে নেওয়া যাক সবচেয়ে বেশিবার আইপিএলে ডাক মেরেছেন কারা-

গৌতম গম্ভীর

১১টা ডাক মেরেছেন গম্ভীর। যদিও তাঁর রান ৩১৩৩।

এবিডি ভিলিয়ার্স

একবার, দুবার নয়, সাতবার খাতা না খোলার আগেই ফিরে গিয়েছেন এবিডি। আইপিএলে ২,৫৭০ রানের মালিক তিনি।

বীরেন্দ্রর শেবাগ

মোট সাতবার ০ রানে অর্থাৎ ডাক মেরেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। আইপিএলে তাঁর রান সংখ্যা ২৭২৮।

রোহিত শর্মা

সাতবার শূন্য রানে আউট হয়েছেন রোহিত। তাঁর রান সংখ্যা ৩,৩৮৫।

সুরেশ রায়না

তিনিও সাত-সাতবার ডাক দেখেছেন। করেছেন ৩,৬৯৯ রান।



মন্তব্য চালু নেই