আইপিএল ক্যারিয়ার সেরা বোলিং মুস্তাফিজের

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। আইপিএলে আগের আটটি ম্যাচে দারুণ বোলিং করেও ফিল্ডারদের ব্যর্থতায় দুই উইকেটের বেশি নিতে পারেননি। তবে তবে রোববার বিশাখাপত্তমে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সে আক্ষেপ ঘুচিয়েছেন তিনি। আইপিএল ক্যারিয়ার সেরা বোলিং করলেন এ বাঁহাতি।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল মুম্বাই। মুস্তাফিজের সতীর্থদের বোলিং তোপে ৪৯ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলে। তখনও অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে হাতে বল তুলে দেননি সেরা অস্ত্র মুস্তাফিজকে। হয়তো ভেবেছেন এরাই যখন তোপ দাগাচ্ছেন মুস্তাফিজকে একটু পরেই ব্যবহার করবেন।

নবম ওভারে মুস্তাফিজকে বোলিংয়ে আনেন সানরাইজার্স অধিনায়ক। প্রথম বলেই হার্দিক পাণ্ডিয়াকে উইকেটরক্ষকের শিকারের পরিণত করেন তিনি। পরের ওভারেও প্রথম বলে তুলে নেন টিম সাউদিকে। প্রায় একই ঢঙ্গে আউট হন এ কিউই তারকা। তৃতীয় ওভারে নিজের তৃতীয় শিকার করেন মুস্তাফিজ। আরেক কিউই তারকা ম্যাকক্লানাঘানকে হেনরিকসের হাতে তালুবন্দি করেন তিনি।

এরপর আর মুস্তাফিজকে বোলিং আনেননি ওয়ার্নার। আনলে হয়তো চার উইকেটের দেখা পেতে পারতেন মুস্তাফিজ। কারণ মুস্তাফিজের পরিবর্তে বল হাতে নিয়ে শেষ ব্যাটসম্যান বুমরাহকে তুলে নেন স্রান। শেষ পর্যন্ত মুস্তাফিজের বোলিং কাঠামো দাঁড়ায় ৩-০-১৬-৩।

তবে এদিনের তিন উইকেট পেয়ে শীর্ষ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন মুস্তাফিজ। নয় ম্যাচে ১৩ উইকেট এ বাংলাদেশি তারকার। এক ম্যাচ বেশি খেলে ১৪ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ম্যাকক্লানাঘান।



মন্তব্য চালু নেই