আইপিএল জার্সিতে মুস্তাফিজকে দেখতে ব্যাকুল ভক্তরা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে মঙ্গলবার ভারতে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান। আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

জাতীয় দলের পর এবার আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে কাটার মাস্টারকে দেখতে উন্মুখ ভক্তরা।

সানরাইজার্স হায়দরাবাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, মুস্তাফিজ কি দলে সাথে যােগ দিয়েছে? দিয়ে থাকলে সানরাইজাের্সর জার্সি পড়া একটা অনুশীলনের ছবি কি দেওয়া যায়?

মুস্তাফিজ যোগ দেওয়ায় এবার সানরাইজার্সর বাংলাদেশী ভক্ত সংখ্যা বহুগুণে বেড়ে গেছে। তাদেরই একজন সানরাইজার্সের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, আমরা লাখ লাখ বাংলাদেশী এবার সানরাইজার্সের ভক্ত।

সেই সাথে বাংলাদেশ তথা বিশ্ব ক্রিকেটের এই অমূল্য সম্পদে আগলে রাখার অনুরোধ জানিয়েছেন মুস্তাফিজ ভক্তরা।

১২ তারিখে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। এছাড়া আইপিএল খেলতে ভারতে গেছেন সাকিব আল হাসানও। ১০ তারিখে প্রথম মাঠে নামবে সাকিবের কেকেআর।

আইপিএলে আগে থেকেই খেলছেন সাকিব। এবারের নিলামে নাম উঠেছিল মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার ও তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের।

কিন্তু মুস্তাফিজ ছাড়া দল পাননি আর কেউই। নিলামে এক কোটি ৬১ লাখ টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদে নাম লেখান কাটার মুস্তাফিজ।



মন্তব্য চালু নেই