আইফোনের আয়ু কত বছর?

দেশে দেশে ফোনের বাজারে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অ্যাপলের আইফোন। এই ফোন কেনার সাধ্য সবার নেই। কেননা, এই ফোনের দাম আকাশচুম্বী। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে এত টাকা দামের ফোন কত দিনই বা টিকবে? নোকিয়া ৩৩১০ ফোনের কথা মনে আছে? হাতুড়ি হিসেবে ব্যবহার করলেও নাকি এই ফোন ভাঙ্গত না। সে হল মোবাইলের একেবারে গোড়ার যুগ। তার পরে স্মার্ট হয়েছে মোবাইল। রাস্তা দেখিয়েছে ‘অ্যাপল’। ক্রমশ আইফোন এসে পড়ে। লেগে যায় হুড়োহুড়ি। অনেক কষ্ট করে একটি আইফোন কিনেছেন। কিন্তু এবারে জেনে নিন, ক’দিন সেই ফোন টিকবে। অ্যাপল সূত্রে জানা গেছে, প্রতিটি ফোনের ডেইলি উইসেজ প্যাটার্ন আলাদা। ওএস এক্স এবং টিভি ওএস ডিভাইসের ক্ষেত্রে মোটামুটি চার বছর এবং আইওএস এবং ওয়াচওএস-এর ক্ষেত্রে তিন বছর। তার পর? নিজস্ব নিয়মেই বিকল হয়ে যেতে পারে আপনার সাধের আইফোন।



মন্তব্য চালু নেই