আইফোন কিনলে চাকরি থেকে বাদ, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

শিরোনাম শুনে অবাক হলেও ঘটনা কিন্তু শতভাগ সত্য। চীনের একটি কোম্পানি ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির কোন কর্মী আই ফোন কিনে তাহলে তার আর চাকরি থাকছে না।

এই ধরনের সিদ্ধান্তের মূল কারণ, ওই কোম্পানির কর্মীরা যাতে আইফোনের মতো ইলেকট্রনিক্স গ্যাজেটস নিয়ে ব্যস্ত না থেকে পরিবারকে সময় দেয়৷ পরিবারের সঙ্গে সময় কাটায় তাই কোম্পানি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে৷

এই কোম্পানিটি অবস্থিত চীনের ন্যায়াং শহরে৷ কোম্পানির প্রশাসনিক বিভাগ তাদের স্টাফদের অফিসিয়াল নোটিস দিয়ে আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে৷ তাদের আবেদন করা হচ্ছে যেন তারা চীনের তৈরি প্রোডাক্ট কেনে আমেরিকা ও জাপানের প্রোডাক্ট না কেনে৷

কোম্পানির তরফ থেকে এও বলা হচ্ছে যদি কারোর প্রয়োজনের তুলনায় বেশি অর্থ থাকে তাহলে যেন সেই অর্থ তারা বাবা-মা ও সন্তানের স্বাস্থ্যের জন্য খরচ করে,আইফোন কিনে সেই অর্থের যেন অপচয় না করে৷

চীনের সোশ্যাল মিডিয়ায় বিষয়টি পোস্ট হওয়ার পর অনলাইনে রীতিমতো বিতর্কের ঝড় ওঠেছে৷ কিছু মানুষ এই ব্যাপারে কোম্পানির দেশপ্রেমকেই দেখছে আবার কারোর কারোর মতে চীনের শ্রম আইন লঙ্ঘন করছে ওই কোম্পানী৷ এমনকি এই ধরনের পদক্ষেপ অবৈধ বলেও মনে করছেন কেউ কেউ৷
ওই কোম্পানিরই এক ক্লার্ক লিউ জানিয়েছেন কোম্পানির এই নোটিসের উদ্দেশ্য হল যাতে কর্মীরা মেটেরিয়াল গুডসয়ে বেশি মনোযোগ না দিয়ে সেই মনোযোগটা পরিবারকে দেয়৷ তবে যারা এই নোটিস জারির আগে আই-ফোন কিনেছিল তাদের আমার মনে হয় কোম্পানি কোনও চার্জ করবে না৷



মন্তব্য চালু নেই