আইফোন চালাতে পারেন না ওবামা

আইফোন চালাতে পারেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বৃহস্পতিবার রাতে এবিসি টেলিভিশনে বিয়ার গ্রিলসের বিখ্যাত আবহাওয়া ও পরিবেশবিষয়ক ‘রানিং ওয়াইল্ড’ অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর সেখানেই সেলফি তুলতে গিয়ে বারাক ওবামা অকপটে স্বীকার করলেন নিজের অক্ষমতার কথা।

ওবামাকে বিয়ারে থেতলানো স্যালমন মাছ খেতে দেয়া হয়, তবে বনে জঙ্গলে টিকে থাকার চেষ্টায় নিজের প্রস্রাব পানির বিকল্প হিসেবে খেতে অস্বীকার করেন ওবামা। অনুষ্ঠানের অংশ হিসেবেই আলাস্কা পাহাড়ের বেশ কিছু অংশে ঘুরে ফিরে দেখেন ওবামা। ওবামা এসময় আলাস্কার বরফ দ্রুত গলে যাওয়ার বিষয়ে উদ্বেগ জানান।

তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনের এসব বিষয় আমার কাছে সমান গুরুত্ব তেমনি যেমন অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করছি। অনুষ্ঠানে হোয়াইট হাউসে একজন প্রেসিডেন্ট হিসেবে তার নিয়ন্ত্রিত জীবন সম্পর্কে কথা বলেন ওবামা।

রানিং ওয়াইল্ড অনুষ্ঠানের প্রখ্যাত উপস্থাপক বিয়ার গ্রিলসের সঙ্গ দিতে অনেক বিশিষ্ট ব্যক্তিরা আসেন। তাদের খেতে দেয়া হয় জঙ্গলের পোকা মাকড়, জীবন্ত প্রাণী। ওবামা যখন এ অনুষ্ঠানে ক্যামেরার সামনে হাজির হন, তখন আশেপাশে সিক্রেট সার্ভিসের নিরাপত্তাকর্মীরা সতর্ক ছিলেন। প্রেসিডেন্টের প্রত্যেকটি পদক্ষেপ তারা নজরে রাখছিলেন। – সূত্র: ডেইলি মেইল



মন্তব্য চালু নেই