আইভরি কোস্টে আল-কায়েদার হামলায় নিহত ১৬

আইভরি কোস্টে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। বাণিজ্যিক রাজধানী আবদিজান থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবকাশযাপন কেন্দ্র গ্রান্ড বাসামে রোববার এ হামলার ঘটনা ঘটে।

আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে কুয়াত্তারা বলেন, ‘বিকেলে ছয় হামলাকারী বাসামের সমুদ্র সৈকতে এসেছিল। আমরা ১৪ বেসামরিক নাগরিক ও স্পেশাল ফোর্সের দুই সেনাকে হারিয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী হামিদ বাকায়োকো জানিয়েছেন, নিহতদের মধ্যে জার্মান, ফ্রান্স, বুরকিনা ফাসো, মালি ও ক্যামেরুনের নাগরিক রয়েছেন।

স্থানীয় ও বিদেশিদের কাছে অবকাশযাপন কেন্দ্র গ্রান্ড বাসাম খু্বই জনপ্রিয়। সমুদ্র সৈকত প্রেমিকরা সপ্তাহান্তে এখানে ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীরা সৈকতে এসে যারা সাতার কাটছিল ও সূর্যস্নান করছিলো তাদের ওপর গুলি ছুঁড়তে শুরু করে। এসময় সবাই ছুটছিল। এদের মধ্যে নারী ও শিশুও ছিল। হামলাটি শুরু হয়েছিল সৈকতে। তারা যাকে দেখছিল তাকেই গুলি করছিল। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হামলাকারীদের দিকে পাল্টা গুলি ছুঁড়তে শুরু করে। পরে ছয় হামলাকারীই নিহত হয়েছে।

হামলার পরপর এর দায় স্বীকার করেছে পশ্চিম আফ্রিকায় আল-কায়েদার সহযোগী সংগঠন আল-কায়েদা ইন দ্যা ইসলামিক মাগরিব (একিউআইএম)।



মন্তব্য চালু নেই