আইসিসি র‌্যাংকিংয়ে সেরা ১০-এ মাশরাফি

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের শেষ দিকে ওভাবে বালির বাঁধের মত ব্যাটসম্যানদের ভেঙে পড়ার ঘটনা সারাজীবনই হয়তো পোড়াবে মাশরাফি বিন মর্তুজাকে। কারণ ওই সময় ১৭ রানের মধ্যে যদি ৬টি উইকেটের পতন না ঘটতো, তাহলে নিশ্চিত ঘরের মাঠে টানা ৭টি সিরিজ জয় হয়ে যেতো বাংলাদেশের এবং সেটা অবশ্যই মাশরাফির নেতৃত্বে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয়টা হয়নি সত্য, তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে নিজের সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। আফগানিস্তান এবং ইংল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে ১২ উইকেট নিয়ে মাশরাফি ঢুকে পড়েছেন সেরা ১০ বোলারের তালিকায়। ৬২৩ পয়েন্ট নিয়ে মাশরাফি এখন অবস্থান করছেন ৯ম স্থনে।

আইসিসি বোলারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের বোলার সাকিব আল হাসান ছিলেন এক সময় তিন নম্বরে। নিচে নামতে নামতে এখন তিনি অবস্থান করছেন বোলারদের র‌্যাংকিংয়ে ৬ নম্বরে।



মন্তব্য চালু নেই