আই.সি.টি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শামীম রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা পরিষদ চত্তরে নবনির্মিত আই.সি.টি ট্রেনিং সেন্টার এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (টওঞজঈঊ) ভবনের শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বুধবার বেলা ১২ টার দিকে দামুড়হুদাসহ দেশের ১২৫ উপজেলায় নির্মিত এই ভবনের (আই.সি.টি ট্রেনিং সেন্টার এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন) শুভ উদ্বোধন করেন।

দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপন্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজী আলী আজগার টগর, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসন প্রমুখ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দামুড়হুদা আই.সি.টি টেনিং সেন্টার এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন’র প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অনুষ্ঠন দেখতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদ্রারার শিক্ষক – শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানষ সমবেত হয়।

এই অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে আই.সি.টি টেনিং সেন্টার এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন এ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৪জন সহকারী শিক্ষককে আইটি বিষয়ে ৩০ দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা -২ আসনের এমপি আলী আজগার টগর সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা।



মন্তব্য চালু নেই