আকর্ষণীয় হবে নিজের অফিস ডেস্ক

নিজের হাতে সাজানো শখের বাসায় থাকার সৌভাগ্য হয় খুব কমই। দিনের বেশির ভাগ সময় কেটে যায় অফিসে। তাই সেটা হয়ে ওঠে আরেকটি বাড়ি। একারণে বসার ডেক্সটি যদি সুন্দর করে সাজিয়ে তোলা যায় তবে ভালোই হয়। চোখ ঘোরাতেই পছন্দের জিনিস দর্শনে মনে থাকে প্রশান্তি। কাজেও মন বসাতে সুবিধা হয়। তাছাড়া আপনার পরিপাটি টেবিলটিও পরিচ্ছন্ন রুচির পরিচায়ক বটে। তাই নিজের বসার টেবিলটি সবসময় রুচিশীল উপকরণে সাজিয়ে রাখতে পারেন। অফিসের ডেস্ক সাজাতে জেনে নিতে পারেন কিছু প্রয়োজনীয় টিপস –

– প্রয়োজনীয় প্রতিটি কাগজপত্র নির্দিষ্ট ফোল্ডারে গুছিয়ে রাখুন। পেন, পেনসিল রাখুন নির্দিষ্ট কাপ ও স্ট্যান্ডের মধ্যে।

– প্রতিদিন বসার জায়গাটি পরিষ্কার রাখুন। সেখানে যাতে ধুলো ও অপ্রয়োজনীয় কাগজ পড়ে না থাকে, নজর দিন সেদিকেও।

– বসার জায়গার সামনে রাখুন সফ্ট বোর্ড। প্রয়োজনীয় ফোন নম্বর ও নতুন বছরের শুভেচ্ছা পাঠানো কার্ড তাতে পিন দিয়ে লাগিয়ে রাখুন।

– ডেস্কে ফুলদানি রাখতে পারেন। প্রতিদিন বদলানোর ঝামেলা এড়াতে রাখতে পারেন প্লাস্টিকের ফুল। তাহলে আপনার বসার জায়গাটি আরও রঙিন দেখাবে।

– ডেস্ক সাজান হালকা উজ্জ্বল রঙে। তাতে পরিবেশ অনেক খোলামেলা দেখতে লাগবে। ঠিকঠাক ওয়াটের আলোর ব্যবস্থা রাখতে হবে সেখানে।

– টেবিলে রাখতে পারেন ফটো ফ্রেম। সেখানে মন ভালো করা ফটো রাখুন।

– মাঝেমাঝে রুমফ্রেশনার স্প্রে করে নিলে একঘেঁয়েভাব কাটবে। সুন্দর সুবাসে মন থাকবে তরতাজা।



মন্তব্য চালু নেই