আকস্মিক বিমান দুর্ঘটনায় নিহত সুরস্রষ্ঠা জেমস হর্ণার

‘এভরি নাইট ইন মাই ড্রিম, আই সি ইউ, আই ফিল ইউ’-অমর এই সুরের স্রষ্টা পাড়ি দিলেন সুরলোকে৷ চলে গেলেন জেমস হর্ণার৷ বিমান দুর্ঘটনায় পৃথিবী হারাল ‘মাই হার্ট উইল গো অন’-এর সুরের জাদুকরকে৷

যে বিমানে ছিলেন হর্ণার, সেটির ধবংশাবশেষ মেলে দক্ষিণ ক্যালিফোর্ণিয়ার কাছাকাছি৷ প্রথমে অবশ্য তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা ছিল৷ পরে তাঁর সহকারী সিলভিয়া তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন৷ ধ্বংশ হয়ে যাওয়া বিমানটির মধ্যেই থাকার কথা ছিল জেমসের৷ সোস্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি জেমসের মৃত্যুর খবর নিশ্চিত করেন৷

টাইটানিকের জন্য দুটি অস্কার পেয়েছিলেন জেমস৷ এছাড়াও ‘ব্রেভহার্ট’, ‘এ বিউটিফুল মাইন্ড’- এর মতো বিখ্যাত সিনেমায় ধরা আছে তাঁর সুরের সৃষ্টি৷

প্রায় ১০০ টি ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া সারা বিশ্ব জুড়ে৷ওয়ার্ল্ড মিউজিক ডে পেরিয়েই ওয়ার্ল্ড মিউজিকের এতবড় আইকনকে হারিয়ে শোকস্তব্ধ সঙ্গীতপ্রেমীরা৷

সৌজন্যে: কলকাতা২৪



মন্তব্য চালু নেই