আগামী আইপিএলে থাকছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর শুরু থেকে এখন পর্যন্ত সবগুলো আসরে দাপটের সাথেই খেলে আসছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে আগামী আসরে এই দলটিকে নাও দেখা যেতে পারে।

বিরাট কোহলিদের এই দলটি বর্তমানে দারুণ অস্তিত্ব সংকটে পড়েছে। তবে আরবিসি ভক্তদের হতাশ হওয়ার কোনও কারণ নেই৷ কারণ এর মালিক বিজয় মালিয়া দলটি বিক্রি করে দিতে চাচ্ছেন। ফলে যে ব্যক্তি দলটি কিনবেন তিনি হয়তো নতুন কোন নাম দিয়েই আইপিএলে অংশ নেবেন।

এরই মধ্যে শোনা যাচ্ছে, জেএসডব্লিউ গ্রুপ বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি কিনতে চাইছে৷ এবিষয়ে মালিয়ার সঙ্গে সজ্জন জিন্দালের জেএসডব্লিউ গ্রুপের কর্তাদের কথাবার্তা অনেক দূরই এগিয়েছে৷ সূত্রের খবর, ২৫০ থেকে ৩০০ কোটি টাকার বিনিময়ে বেঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি কিনতে চলেছে তারা৷

ফ্র্যাঞ্চাইজি হস্তান্তর নিয়ে দুই কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে কাজ চললেও ব্যবসায়ীক জটিলতার জন্য তা এখনও পর্যন্ত বিক্রি করতে পারেননি বিজয় মালিকা৷ ২০০৮ সালে প্রথম আইপিএল-এর সময় ১১১.৬ মিলিয়ন ডলারের বিনিময়ে আরসিবি-র মালিকানা পেয়েছিলেন কিংফিশার কোম্পানির এই মালিক৷ যা ছিল আইপিএল-এর দ্বিতীয় দামি দল (মুম্বই ইন্ডিয়ন্সের পর)৷

সূত্র: কলকাতা ২৪



মন্তব্য চালু নেই