আগামী বছর বাংলাদেশে আসবেন পোপ ফ্রান্সিস

আগামী বছর অর্থাৎ ২০১৭ সালে বাংলাদেশ, পর্তুগাল, ভারত, কলোম্বিয়া এবং আফ্রিকায় সফর করবেন পোপ ফ্রান্সিস। খবর ফক্স নিউজের।

রোববার আজারবাইযানের সফর শেষে দেশে ফিরেছেন তিনি। সামনের বছর বেশ কিছু দেশে সফরের পরিকল্পনা রয়েছে পোপের। সেসময় তিনি বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেবেন।

সামনের বছরের মে মাসের মাঝামাঝিতে পোপ পতর্গালে সফর করবেন। সেখানে তিনি বিখ্যাত মারিয়ানের মাজার পরিদর্শন করবেন।

আফ্রিকা সফরের পাশাপাশি ভারত এবং বাংলাদেশেও সফর করার কথা রয়েছে পোপের। তবে তিনি জানিয়েছেন, আবহাওয়া, সময় , রাজনৈতিক এবং সংঘাতপূর্ণ পরিস্থিতি বিবেচনা করেই তিনি তার সফর শুরু করবেন।

এর আগে তিনি কলম্বিয়ায় সফর করার কথা জানিয়েছিলেন। সেখানে সরকার এবং বিদ্রোহীদের মধ্যে শান্তি ফিরে আসলেই তিনি দেশটিতে সফর করবেন বলে আশা করা যায়।

পোপ ফ্রান্সিস বলেন, তিনি কলম্বিয়ায় যাবেন যদি সব কিছু নিশ্চিত হয়। যদি কোনো পক্ষই পেছনে ফিরে না যায়, যদি আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে সম্মত হয় যে, সব বিবাদের সমাপ্তি হয়েছে। যদি এমনটাই হয় তবে আমি সেখানে যাব। এর সব কিছুই নির্ভর করবে মানুষের ওপর। তারা যা বলবে সেটার ওপরই সব নির্ভর করবে।

চীনে যাওয়ার ইচ্ছে নেই পোপের। তবে ভ্যাটিকানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট তাদের দেশে সফর করার জন্য আমাকে একটি উপহারসহ নিমন্ত্রণ করেছেন আমি যেন ভ্যাটিকানের একটি সম্মেলনে অংশ নেই।



মন্তব্য চালু নেই