আগামী বাজেটে বড় চ্যালেঞ্জ কালো টাকা : অর্থমন্ত্রী

আগামী বাজেটে কালো টাকা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও আর্থিক সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।

বেসরকারি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়ার কারণ সম্পর্কে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, কালো টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কালো টাকার মালিকরা মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে সেকেন্ড হোমসহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করছেন। এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ সমস্যা বিশ্বব্যাপী। এটা নিয়ন্ত্রণ করতে হবে।

অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশের আর্থিক খাতে বিশৃঙ্খলা বিরাজ করছে। এ খাতে সংস্কার প্রয়োজন। খুব শিগগিরই ব্যাংকিং কমিশন গঠন করা হবে। এ বিষয়ে আমরা আলোচনা করছি।

তিনি আরো বলেন, শিক্ষার মান নিয়ে অনেকের প্রশ্ন আছে। এ বিষয়ে আমরা নজর দিচ্ছি।



মন্তব্য চালু নেই