আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস মেয়রের

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

তিনি বলেন, ‌আগুন নিভে গেছে। তবে এখনো উদ্ধার কাজ চলছে। আমরা আশঙ্কা করছি, বস্তিবাসীর বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের যথাসম্ভব সহায়তা দেওয়া হবে।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বস্তিটি পরিদর্শনে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মেয়র সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি বস্তিটি ঘুরে দেখেন। উদ্ধারকর্মী ও বস্তিবাসীর সঙ্গে আলাপ করেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র।

প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগে। ফায়াস সার্ভিসের ২০টি ইউনিটের কর্মীদের পাঁচ ঘণ্টার চেষ্টায় ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে।

কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই