‘আগের বিয়ে টেকেনি তাই এখন বিয়ে করতে ভয় পাই’

আগের বিয়ে টেকেনি বলে এখন বিয়ে নাম শুনলেও ভয় পাই এমন কথা সম্প্রতি এমনটি বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী জয়া আহসান। কলকাতার আনন্দবাজার প্রতিবেদক জয়াকে প্রশ্ন করেন বিয়ে করছেন কবে, উত্তরে জয়া বলেন, জানি না। হুট করে করতে পারি, আবার নাও করতে পারি। আসলে রাস্তা ঠিক করে জীবনে কিছুই করিনি।

আগের বিয়েটা কোনও কারণে টেকেনি বলে একটা ভয়ও আছে। আসলে আবার যদি বিয়ে করি তাহলে সেটা সম্মানের সঙ্গে টিকিয়ে রাখার জন্য সবরকম চেষ্টা করব।

সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’তে রুবি চরিত্রে অভিনয় করা জয়া ইতিমধ্যে কলকাতার দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে বেশকিছু ছবির কাজে কলকাতায় থাকা হয় এ অভিনেত্রীর। দীর্ঘদিন কলকাতায় থাকার কারণে বেশ বন্ধু জুটিয়েছেন জয়া।

বলেন, টালিউডের সোহিনী, সায়নী, প্রিয়াঙ্কা, সুদীপ্তাদি খুব ভালো বন্ধু আমার। এছাড়া কলকাতায় কোনো ধরনের বিপদে পড়লে অরিন্দ নাকি আগে ছুটে আসবেন। তবে বিশেষ কোনো বন্ধুতে বিশ্বাসী নন এ অভিনেত্রী। বর্তমানে কলকাতার নামি-দামী তারকাদের সঙ্গে বঙ্গ সম্মেলনে যোগ দিয়েছেন মডেল ও অভিনেত্রী জয়া।



মন্তব্য চালু নেই