আজও বিক্রি হচ্ছে কোরবানির পশু

পবিত্র ঈদুল আজহার পরের দিনও বিভিন্ন হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু।

শনিবার সকালে রাজধানীর গাবতলী পশুর হাটে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই ক্রেতারা হাটে আসছে। গরু ও ছাগল দেখছেন। পছন্দ ও দামে হলে কেউ কেউ কিনে নিয়ে যাচ্ছে।

হাটে আসা রাজন হোসেন নামে এক ক্রেতা জানান, কোরবানির ঈদ সাধারণত তিন দিন হয়ে থাকে। তিন দিনই পশু কোরবানি দেওয়ার নিয়ম রয়েছে। ঈদের আগে হাটে এসে পশু কিনতে পারি নাই। তাই আজ আসলাম। যদি কিনতে পারি তাহলে আজ অথবা আগামীকাল কোরবানি দিবো।

রাজশাহী থেকে আসা গরু ব্যবসায়ী মোহাম্মদ হারুন জানান, আমি ঈদের সাত দিন আগে ২৬টি গরু নিয়ে এসেছিলাম। তার মধ্যে ২২টি গরু বিক্রি করেছি। এখনো চারটি আছে । তাই আজও হাটে আছি বিক্রির আশায়।

তিনি আরো জানান, কোরবানির আগের দিন যানজটের কারণে অনেক ব্যবসায়ী ঢাকায় গরু নিয়ে আসতে পারেনি। তাই অনেকেই আজ সকালে গাবতলীর হাটে গরু নিয়ে এসেছে।



মন্তব্য চালু নেই