আজিমপুরে নিহত ‘জঙ্গির’ পরিচয় মিলেছে

আজিমপুরে পুলিশের অভিযানে নিহত সন্দেহভাজন জঙ্গির প্রকৃত নাম শমসেদ হোসেন। করিম ছিল তাঁর সাংগঠনিক নাম।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা আজ রবিবার সকালে এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রে নিহত করিমের নাম এটাই বলা হয়েছে। পরিচয়পত্রে দেওয়া আঙুলের ছাপ মিলিয়ে এই পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওই কর্মকর্তা বলেন, পরিচয়পত্র অনুযায়ী শমসেদের বাবার নাম মোসলেহউদ্দীন। তাঁর বাড়ি রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার মেহেরচণ্ডী গ্রামে।

অবশ্য রাজশাহীর বোয়ালিয়া থানার পুলিশ এই পরিবারকে এখনো চিহ্নিত করতে পারেনি।

গতকাল শনিবার রাতে আজিমপুরে পুলিশের অভিযানে নিহত হন শমসেদ। তখন পুলিশ তাঁর নাম করিম বলে জানিয়েছিল। আজ সকালে প্রকৃত পরিচয় পাওয়ার কথা জানায় পুলিশের সূত্র। পুলিশের ধারণা, নিহত ব্যক্তি হলি আর্টিজানে হামলাকারীদের সহায়তাকারী। এই ব্যক্তিই করিম নামে বসুন্ধরায় জঙ্গিদের জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।



মন্তব্য চালু নেই