আজ থেকে বাংলাদেশে বন্ধ হচ্ছে পিস টিভির সম্প্রচার

আমাদের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আজ থেকে বাংলাদেশে বন্ধ হচ্ছে ভারতীয় টেলিভিশন চ্যানেল পিস টিভির আনুষ্ঠানিক সম্প্রচার।

রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু।

ওদিকে দেশের বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকা নিয়ে রোববার টেলিভিশন মালিক ও প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবারের মধ্যেই পিস টিভির আনুষ্ঠানিক সম্প্রচার বন্ধে প্রশাসনিক পদক্ষেপ নেবে তথ্য মন্ত্রণালয়।

জঙ্গিবাদে উৎসাহ দেওয়ার অভিযোগে এর আগে পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করে ভারত সরকার।



মন্তব্য চালু নেই