আজ মুস্তাফিজের হায়দরাবাদের সামনে পাঞ্জাব

সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স তাদের সর্বশেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে উড়িয়ে দিয়েছে। এবারের আইপিএলে বাংলাদেশ থেকে খেলা আরেক তারকা মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের সামনেও আজ সেই পাঞ্জাব।

পয়েন্ট তালিকার তলানিতে থাকা পাঞ্জাবের বিপক্ষে আজ মুস্তাফিজের হায়দরাবাদও জয় তুলে নিতে পারবে? জবাব মিলবে আর কয়েক ঘণ্টা পরই।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি দেখাবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন চ্যানেল।

এবারের আসরে প্রথম দুই ম্যাচে হেরে গেলেও পরের দুই ম্যাচেই টানা জয় তুলে নেয় হায়দরাবাদ। নিয়মিত নিয়ন্ত্রিত বোলিং করে দলের জয়ে অবদান রাখছেন মুস্তাফিজ। সর্বশেষ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন বাংলাদেশের তরুণ পেসার।

অবশ্য শুধু বোলিং ফিগার দিয়ে বোঝা যাবে না যে, বেন্ডন ম্যাককালাম, সুরেশ রায়নার মতো ব্যাটসম্যানকে মুস্তাফিজ কতটা ভুগিয়েছেন। গুজরাটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ম্যাককালাম তো মুস্তাফিজের বল ঠিকমতো পড়তেই পারেননি! প্রথম ওভারেই বিভ্রান্ত হয়েছেন বেশ কয়েকবার। অফকাটারে স্টাম্প উপড়ে গেছে রবীন্দ্র জাদেজার।

শেষ দুই ম্যাচেই ফিফটি করে হায়দরাবাদের জয়ের অন্যতম নায়ক অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথম কয়েক ম্যাচে রানখরায় ভোগা শিখর ধাওয়ানও সর্বশেষ ম্যাচে রানে ফিরেছেন। ওয়ার্নার-ধাওয়ানের অবিচ্ছিন্ন ১৩৭ রানের উদ্বোধনী জুটিতেই গুজরাটকে ১০ উইকেটে হারায় হায়দরাবাদ। সব মিলিয়ে দলটি দারুণ ছন্দে আছে।

অন্যদিকে পাঞ্জাব প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে প্রথম জয় পেয়েছিল। তবে সর্বশেষ অর্থাৎ চতুর্থ ম্যাচে কলকাতার কাছে হেরে পয়েন্ট তালিকার তলানিতে নেমে গেছে দলটি। আজ হায়দরাবাদকে হারিয়ে আবার কক্ষপথে ফিরতে মরিয়া তারা। আর হায়দরাবাদ রয়েছে টানা তৃতীয় জয়ের অপেক্ষায়।



মন্তব্য চালু নেই