আত্মপ্রত্যয়ী টাইগারদের সামনে বিধ্বস্ত শ্রীলঙ্কা

সিলেটে অনুষ্ঠিত হওয়া সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ (মঙ্গলবার) মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ৫ গোল বিধ্বস্ত হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আত্মপ্রত্যয়ী বাংলাদেশ। বিকাল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশ দলের সামগ্রিক বিষয়ে কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই। ছেলেদের মধ্যে জেদ আছে। সবাই ভালো করতে চায়।’

তবে স্বাগতিক হয়েও মাত্র ২০ দিনের প্রস্তুতি একটু কম হয়ে গেল কি না, এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘সময়টা একটু কম হয়েছে। তবে ছেলেদের পরীক্ষা থাকায় প্রস্তুতিটা একটু দেরিতে শুরু করতে হয়েছে।’

আগের সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরে ভালো করতে পারেনি বাংলাদেশ। এবার কি পারবে? না, কোচ কোনো টার্গেট নির্দিষ্ট করতে চাইলেন না। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে সামনে এগুনোই তার লক্ষ্য।



মন্তব্য চালু নেই