আত্মার সঙ্গে যোগাযোগ করুন পাঁচটি উপায়ে!

ঈশ্বর থাকলে আত্মাই বা থাকবে না কেন? ভুতে যাঁরা ভয় পান বা না পান সকলেরই এই বিষয়ে কৌতুহল রয়েছে৷ মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, কি করে, তাঁরা কেমন থাকে৷ এসব নিয়ে গবেষণারও শেষ নেই তর্কেরও শেষ নেই৷ তাই এই বিষয়ে জানারও কোনও শেষ নেই৷ অনেকেই যাঁরা আত্মার অস্তিত্ত্বকে মানতে নারাজ তাঁদের কাছে আত্মার অস্তিত্ত্ব পরখ করার জন্য কয়েকটি উপায় দেওয়া হল৷ আত্মার সঙ্গে যোগাযোগ করার কয়েকটি পথ৷ তবে এই কাজগুলি করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন৷ কখনওই একা আত্মার সঙ্গে যোগাযোগ করবেন না এবং সঠিক উপায়ে পদ্ধতিটি সম্পূর্ণ করবেন৷

১. অউইজা বোর্ড : আত্মার সঙ্গে যোগাযোগের একটি উৎকৃষ্ট মাধ্যম এটি৷ এই বোর্ডটিতে ২৬টি ইংরেজি অক্ষর থাকে এবং শূণ্য থেকে নয় পর্যন্ত নম্বর থাকে৷ এছাড়াও বোর্ডটিতে থাকে ইয়েস ও নো এই দুটি লেখা৷ এর সঙ্গে থাকে একটি প্লাস্টিকের হৃদয় আকৃতির জিনিস থাকে৷ যাঁরা আত্মার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের ওই প্লাস্টিকের জিনিসটির উপরে হালকা করে আঙুল রাখতে হয়৷ আত্মাকে মন দিয়ে ডাকার পরে আত্মা আসলে তাদের প্রশ্নের উত্তর দেয় ওই প্লাস্টিকের জিনিসটি বোর্ডে ঘুরিয়ে৷

২. প্ল্যানচেট : প্ল্যানচেট করার কথা তো সকলেই জানেন৷ এই পদ্ধতিতে আত্মা এসে অনেক রহস্যময় দূর্বোধ্য বার্তাও দিয়ে যায়৷

৩. পেন্টাগ্রাম : এই পদ্ধতিতে প্রথমে দু’টি ন’ফুটের বৃত্ত আঁকতে হয়৷ একটি বৃত্ত যিনি আত্মাকে ডাকছেন তার জন্য আরেকটি যে আত্মাকে ডাকা হচ্ছে তাকে ডাকা এবং আবদ্ধ করার জন্য৷ এরপরে কিছু নিয়েমের সাহায্য নিয়ে আত্মাকে ডাকতে হয়৷ এবং তার জন্য বাবহার করা হয় কিছু চিহ্ন বা সংকেত৷ তবে এই পদ্ধতিটিতে আত্মাকে ডাকবেন নিজস্ব ঝুঁকিতে৷ কারণ এতে আপনার জীবনও বিপর্যস্ত হতে পারে৷

৪. ক্রিস্টাল বল : ক্রিস্টাল বলের মধ্যে দিয়ে আত্মাকে দেখা এবং শোনা যায়৷ কিছু ক্ষেত্রে ওই ক্রিস্টাল বলের মধ্যে দিয়ে আত্মার কিছু সংকেতও দেখা যায়৷ অথবা আত্মা যা বলতে যায় তা সে সাংকেতিক ছবির মাধ্যমে প্রকাশ করে৷

৫. আয়না : আয়নার মধ্যে দিয়েও ডাকা যায় আত্মাকে৷ আত্মাকে ডাকার জন্য একটি ঘরে আলো নিভিয়ে কয়েকটি মোমবাতি জ্বলান৷ এবার সেই মোম আয়নার উপরে ফেলুন৷ পুরো আয়না মোমে ভরে গেলে তাতে জলের ছিটা দিন৷ আপনার চারপাশে এবং আয়নার চারপাশে নুন দিয়ে বাউন্ডারি কর রাখুন৷ এবার একটি ছুরি দিয়ে আপনি যাঁকে ডাকতে চান তার আকৃতি আঁকুন৷ তার মধ্যে আপনার শরীরের সামান্য রক্তের ছিটা দিন৷ এবার আত্মাকে ডাকুন৷

[লেখাটি সম্পূর্ণ বিদেশী অনলাইন থেকে অনুবাদকৃত। বাস্তবের সাথে মিল আছে কি নাই তা পরীক্ষা করে দেখা হয়নি। বিষয়টি পাঠককে সম্পূর্ণ নিজ দায়িত্বে নেবার জন্য অনুরোধ করা হচ্ছে। অবশ্যই বিষয়গুলো সম্পর্কে সাবধান]



মন্তব্য চালু নেই