আত্রাইয়ের পতিসরে কবি গুরু রবীন্দ্রাথ ঠাকুরের জন্মোৎসব পালিত

তানভীর আহম্মেদ (আত্রাই) : আজ নওগাঁ আত্রাইয়ের রবী ঠাকুরের কাচারি বাড়ি পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মোৎসব বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়।এসব কর্মসূচির মধ্যে রয়েছে রবীন্দ্রমেলা,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।উক্ত জন্মোৎসব উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করেন আত্রাই -রাণীনগরের মাননীয় সাংসদ সদস্য জনাব মোঃইসরাফিল আলম।এর পরে নওগাঁ জেলা প্রশাসক ড.মোঃ আমিনুল রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের মাননীয় সাংসদ জনাব ইসরাফিল আলম এমপি,রবীন্দ্র গবেষক ড.মোঃ আশরাফুল ইসলাম ,নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক,কথা শিল্পী রাহাত আলী,আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ । আলোচনা সভায় বক্তাগণ রবী ঠাকুরের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ।আলোচনা সভার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই