আত্রাইয়ে কৃষকের মাঝে প্রণোদনা উপকরন বিতরণ

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ ধান চাষ বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ক্ষুুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, সেচ ও আগাছা দমন সহায়তায় কৃষি উপকরন বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা সভা কক্ষে এই বিতরণের উদ্বোধন করা হয়। আত্রাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিতরণের আয়োজন করে। উপজেলার ৪শ ২০জন কৃষকের মাঝে এই কৃষি উপকরণগুলো বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আহসানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আক্কাছ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার (এলজিইডি) মোঃ মোবারক হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বুলবুল আহম্মেদ প্রমূখ।



মন্তব্য চালু নেই