আত্রাইয়ে সুতি ও কারেন্ট জাল আটক করে অগ্নিসংযোগ

নওগাঁর আত্রাইয়ে নিষিদ্ধ সুতি ও কারেন্ট জাল আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিষ্ট্রেট এসএম হাবিবুল হাসান আত্রাই থানা পুলিশকে সাথে নিয়ে এক অভিযান চালিয়ে উপজেলান নওদুলী ব্রিজ থেকে একটি সুতিজাল আটক করেন।

একই সময় অভিযান চালিয়ে উপজেলার পৈসাঁওতা ও বড়সাঁওতা গ্রাম থেকে প্রায় ১৫টি কারেন্টজাল আটক করেন যার আনুমানিক মূল্য প্রায় সোয়া লাখ টাকা। পরে এ জালগুলো নওদুলী বাজারে জনসম্মুখে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহীনুর রহামন, আত্রাই থানার এসআই মহসিন আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোস্তফা সারওয়ায় শাহিন, সহকারী মৎস্য অফিসার আনোয়ারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই