আদালতে ফ্রি ওয়াইফাই দেবে সরকার

সারা দেশের আদালতগুলো ওয়াইফাই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক

বুধবার দুপুরে সিলেট জজ কোর্ট প্রাঙ্গনে ‘ডিজিটালাইজড উইটনেস ডিপোজিশন সিস্টেম’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পলক বলেন, ‘দেশের ৩০ লাখ মামলা বিচারাধীন। সিলেট থেকে ই-জুডিশিয়াল সিস্টেম চালু হল। দেশের ১৩ কোর্টে এই ব্যবস্থা চালু হবে। এই ব্যবস্থা সিলেট, মৌলভীবাজারসহ ৯টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু করা হচ্ছে। সারা দেশের আদালতগুলো ওয়াই ফাই ব্যবস্থা চালু করে দেশের বিচার ব্যবস্থা আধুনিকায়ন করা হবে।

সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাঠওয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারক বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি রোবার্ট ওয়াটকিনস।



মন্তব্য চালু নেই