আনসার আল ইসলাম ও আইএস’র দায় স্বীকার

গুলশানের হলি আর্টিজান নামে স্প্যানিশ রেস্টুরেন্ট হামলার দায় আইএস ও আল-কায়দা উভয়ই স্বীকার করেছে বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার রাতের ওই সন্ত্রাসী হামলার দায় আইএস এবং আল-কায়দা উভয়ই স্বীকার করেছে। তবে সরকার বিদেশী সন্ত্রাসী জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। সরকারের দাবি, স্থানীয় দুটি দল; আনসার-আল-ইসলাম ও জেএমবি জড়িত।

বিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, তথা কথিত ইসলামি স্টেট (আইএস) ঘটনার দায় স্বীকার করেছে।

এছাড়া হামলার কিছুক্ষণ পর দেওয়া এক টুইট বার্তায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘ঢাকার গুলশান ২-এ গুলি এবং জিম্মি করে রাখার খবর পাওয়া গেছে। সবাই সংবাদ পর্যবেক্ষণে এবং নিরাপদ অবস্থানে থাকুন।’

প্রসঙ্গত, রাজধানীর গুলশানের ৭৯ নম্বর রোডের স্পেনিশ রেস্টুরেন্টের ভেতরে গোলাগুলির পর ২০ বিদেশি এখনও জিম্মি আছেন বলে জানিয়েছেন এর সুপারভাইজার সুমন রেজা।

আরো পড়ুন : গুলশানে হামলার ঘটনায় আনসার আল ইসলামের দায় স্বীকার



মন্তব্য চালু নেই