আন্না হাজারেকে প্রাণনাশের হুমকি

ভারতের সমাজবাদী বর্ষীয়ান নেতা আন্না হাজারেকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। সমাজে ‘অস্থিরতা’ ছড়ানোর অভিযোগ তাকে এ হুমকি দেওয়া হয়েছে। রোববার আন্না হাজারের কার্যালয়ে চিঠিটি এসে পৌঁছে বলে জানিয়েছেন তার এক সহযোগী।

আন্না হাজারের মুখপাত্র সায়াম আসাবা বলেন, ‘ মারাঠি ভাষার হাতে লেখা চিঠিটি বিকেলে রালেগান সিদ্ধি গ্রামে হাজারের কার্যালয়ে এসে পৌঁছে।’

চিঠির বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এতে লেখা ছিল, ‘সমাজে অসন্তোষ ছড়ানোর কারণে আপনাকে হত্যা করা হবে।’

চিঠিটির প্রেরক হিসেবে মহারাষ্ট্রের আহমেদনগর থেকে ৬৫ কিলোমিটার দূরের নেভাসি এলাকার আম্বাদাস লস্কর নামে এক ব্যক্তির লেখা আছে।

এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, এ ধরনের একটি চিঠির বিষয়ে তারা তথ্য পেয়েছে। তবে তদন্তের বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছে পুলিশ।

এর আগেও বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিসহ বেনামি চিঠি পেয়েছেন আন্না হাজারে। এ ধরনের শেষ চিঠি পান গত জানুয়ারিতে। ওই চিঠিতে ২৬ জানুয়ারি তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল।



মন্তব্য চালু নেই