আপনার ই-মেইলে চালিত স্মার্টফোন কি আদৌ নিরাপদ? এই খবর পড়লে আতঙ্কিত হবেন!

হ্যাকারদের হাত থেকে আপনার ই-মেল কতটা নিরাপদ? ব্যক্তিগত তথ্যগুলি আদৌ সুরক্ষিত তো? সম্প্রতি যে তথ্য সামনে এসেছে, তা জানলে এই প্রশ্ন আপনার মনে উঠবেই। কারণ, শুধু ২০১৪ সালেই নাকি ইয়াহু-র প্রায় ৫০০ মিলিয়ন ই-মেল হ্যাক করা হয়েছে।

গত মাসেই একথা জানতে পেরেছে ইয়াহু। সংস্থা স্বীকার করেছে, হ্যাকাররা ই-মেল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের নাম, ই-মেল আইডি, ফোন নম্বর, জন্ম তারিখ এবং এনক্রিপ্টেড পাসওয়ার্ড চুরি করে নিয়েছে। যদিও পেমেন্ট কার্ড ডেটা এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চুরি যায়নি বলেই সংস্থা দাবি করেছে।

অতীতে সাইবার জগতে এত বড়মাপের তথ্যচুরির ঘটনা ঘটেনি বলেই বিশেষজ্ঞরা দাবি করেছেন। এমনিতেই ইয়াহু সংস্থার আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। তার মধ্যেই এই খবর ইয়াহুর কাছে বড়সড় ধাক্কা।



মন্তব্য চালু নেই