আপনার কাছে যে ৫০০, হাজারের নোট রয়েছে তার কী হবে? কী করবেন?

কী ভাবে বদলাবেন আপনার সংগ্রহে থাকা ৫০০ বা হাজার টাকার নোট? জেনে নিন প্রধানমন্ত্রীর বলা পদ্ধতি।

১। আর কারও থেকে ৫০০ বা হাজার টাকার নোট নেবেন না। স্পষ্টভাবে ‘না’ বলুন।

২। যতটা সম্ভব নেট ব্যাংকিং করুন। কেনাকাটা করুন ১০০ বা তার নীচের নোট দিয়ে।

৩। অতঙ্কিত হওয়ার কিছু নেই। বাতিল নোট ফেরত দেওয়ার জন্য আপনার হাতে ৫০ দিন সময় রয়েছে।

৪। আগামী দু’দিন এটিএম কাজ করবে না গোটা দেশে। ১১ নভেম্বর থেকে ৫০০ ও হাজার টাকার নোট ব্যবহার করা যাবে না।

৫। ৩০ ডিসেম্বরের মধ্যে সব ৫০০ ও হাজার টাকার নোট ব্যাংক থেকে ভাঙিয়ে নিতে হবে।সঙ্গে রাখতে হবে প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র, আধার কার্ড কিংবা পাসপোর্ট।

৬। যাঁরা ৩০ ডিসেম্বরের মধ্যে টাকা ভাঙিয়ে নিতে পারবেন না তাঁদের জন্য ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত সময় দেওয়া হবে। তবে সেক্ষেত্রে পরিচয় পত্র জমা দিতে হবে। যোগাযোগ করতে হবে রিজার্ভ ব্যাংক-এ।

৭। জরুরি পরিষেবার ক্ষেত্রে ১১ নভেম্বর পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পেট্রল পাম্প, হাসপাতালে জমা দেওয়া যাবে পুরনো নোট।

৮। আপাতত দিনে ১০ হাজারের বেশি টাকা তোলা যাবে না। সপ্তাহে ২০ হাজার টাকা তোলা যাবে।



মন্তব্য চালু নেই