আপনার জুতো থাকুক চকচকে

সাধারণত লেদারের জুতো নিয়েই আমাদেরকে ঝামেলায় পড়তে হয়। কিছুদিন ব্যবহারের পর কিংবা অনেকদিন অব্যবহৃত থাকলে জুতোর লেদারের রং ম্লান হয়ে পড়ে। লেদার তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে ঠিক কেমন যেনো একটা সাদা সাদা ভাব বা ফ্যাকাশে হয়ে যায়। এই ফ্যাকাশে ভাব দূর করতে নানান কসরত চালাতে হয়। তাই বলে তো আর লেদারের জুতো পরা বাদ দেয়া যাবে না, বরং ওই সাদা সাদা ভাব দূর করার পদ্ধতি জেনে নিতে হবে।

লেদারের জুতো হোক বা ব্যাগ, লেদারের জিনিসের আভিজাত্যই আলাদা। ঘরে বসেই আপনি লেদারের ঔজ্জ্বল্য ফেরাতে পারবেন। প্রথমে এক বাটি পানিতে কয়েক ফোঁটা লিকুইড সাবান নিন। তারপর স্পঞ্জ বা কাপড় ভিজিয়ে জুতোর ওপরের দিকটা ভালোমতো মুছে দিন। খুব বেশি পানিতে ভেজানোর দরকার নেই। যতোটুকু না হলেই নয় ঠিক ততোটুকুই পানি লাগান।

এবার ঘরের ভেতর ফ্যানের নিচে রেখে লেদার শুকিয়ে নিন। কোনোভাবেই রোদে দেয়া যাবে না। কিংবা তাড়াতাড়ি শুকানোর জন্য চুলার পাশেও রাখা যাবে না। রোদে বা আগুনের তাপে শুকালে লেদারে রুক্ষ একটা ভাব চলে আসবে।

এরপর আগের সেই উজ্জ্বল ভাব ফেরাতে সুতি কাপড়ে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিন এবং আস্তে আস্তে পালিশ করুন। দেখবেন লেদার হয়েছে নতুনের মতো চকচকে।



মন্তব্য চালু নেই