আপনি কী খেতে খেতে কথা বলেন? আজই সাবধান হউন, না হলে কিন্তু বিপদ আছে…

অনেক সময় বাড়ির দিদিমা ঠাকুমারা বলেন- ওরে খেতে বসে অত কথা বলিস না৷ তাদের কথা উড়িয়ে দেবেন না৷ খাওয়ার সময় কথা বলা একেবারেই উচিত নয়৷ কেন জানেন ? প্রথমত খাবার সময় কথা বললে খাদ্যবস্তু ঠিকমতো চেবানে হয় না৷ ফলে পেচের রোগ হতে পারে৷ দ্বিতীয়ত, খাবার সময় কথা বলতে গিয়ে অসাবধানতা বশত খাদ্যকণা শ্বাসনালীতে ছুকে যেতে পারে এর সেক্ষেত্রে হাঁচি কাশি বিষম লাগা শুধু নয় একেবারে মৃত্যু পর্যন্ত হতে পারে৷ নেহাৎ সংস্কার নয় তাঁরা তাদের অভিজ্ঞতা থেকেই বলেন যার পিছনে যুক্তি অবশ্যই রয়েছে৷



মন্তব্য চালু নেই