আপনি মন থেকে সিদ্ধান্ত নেন, নাকি মস্তিষ্ক থেকে? জেনে নিন একটি কুইজ খেলে

জীবনে এমন অনেক সময় আসে যখন অনেক কঠিন সিদ্ধান্ত গ্রহন করতে হয় নিজের এবং নিজের আপন মানুষগুলোর ভালোর জন্য। সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী না হলে অনেকেই এই সময়গুলোতে দুশ্চিন্তায় পড়ে যান আসলেই কি করা উচিত তা নিয়ে। আবার অনেক সময় এমন পরিস্থিতির শিকার হতে হয় যখন অনেক ভালো সিদ্ধান্ত গ্রহণকারীরাও দ্বিধায় পড়ে যান কি করলে ভালো হবে তা নিয়ে। কিন্তু সিদ্ধান্ত নেয়া হয় চিন্তা করেই। আর মানুষ চিন্তা করেন হয়তো নিজের হৃদয় থেকে অর্থাৎ মন থেকে অথবা নিজের মস্তিষ্ক থেকে। এবার আপনি নিজে ভেবে দেখুন তো আপনি কী দিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নেন? যখন বিপদে পড়েন বা কোনো সিদ্ধান্ত নেয়ার সময় আসে তখন আপনি কোথা থেকে চিন্তা করে ঠিক করেন আপনার কোনটি করা উচিত এবং কোনটি নয়? বুঝতে পারছেন না? তাহলে চলুন একটি সহজ কুইজ খেলে নেয়া যাক। ফলাফলেই আপনি বুঝতে পারবেন আপনি আসলেই মস্তিষ্ক থেকে সিদ্ধান্ত নেন নাকি মন থেকে।

১) আপনি যখন কোনো সিদ্ধান্ত নেয়ার জন্য চিন্তা করেন তখন কিসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন?
ক) যুক্তির উপর ভিত্তি করে
খ) আপনি যা অনুভব করছেন

২) আপনার কাছে কোন বিষয়টি বেশী গুরুত্বপূর্ণ?
ক) সবার সাথে সদ্ভাব বজায় রাখার জন্য সোশ্যাল গ্রুপিংয়ে যা প্রয়োজন তা করা
খ) নিজের স্বাধীনতা এবং নিজস্বতা ধরে রাখা

৩) আপনি কোন বিষয় নিয়ে কথা ও চিন্তা করতে পছন্দ করেন?
ক) বুদ্ধিমত্তা ও বিশ্ব বিষয়ক বুদ্ধিদীপ্ত বিষয়ে
খ) নিজের কথা, জীবনের কথা বিষয়ে

৪) আপনার মতে ছাত্রজীবনে কোনো বিষয়টি জরুরী?
ক) সকল বিষয়ে ভালো নম্বর পেয়ে জীবনের লক্ষ্যে পৌঁছানো
খ) নিজের পছন্দের গুরুত্ব দিয়ে যে বিষয়টি পছন্দের তা নিয়েই জীবনে কিছু করা

৫) কোনো শব্দটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য?
ক) আবেগপ্রবণ
খ) বাস্তববাদী
গ) বুদ্ধিমান
ঘ) সহানুভূতিশীল

৬) আপনার ব্যক্তিত্ব কোন ধরণের?
ক) বহির্মুখী
খ) অন্তর্মুখী

৭) আপনার কাছে জরুরী কোনটি?
ক) নিজের খুশির জন্য যা প্রয়োজন করা
খ) সবাইকে খুশি করার জন্য যা প্রয়োজন করা

৮) আপনি কোন কাজটি করতে পছন্দ করেন?
ক) আপনি যা করছেন তার দিকেই মনোযোগ
খ) আপনার আশেপাশে যা হচ্ছে সব দিকেই আপনার নজর

৯) যদি আপনাকে দান করতে বলা হয় তাহলে আপনি কোন সংস্থায় দান করবেন?
ক) হার্ট ফাউন্ডেশন
খ) মানসিক স্বাস্থ্য হাসপাতাল

১০) আপনি কি খুব সহজেই দুশ্চিন্তা করা শুরু করেন?
ক) খুবই সহজে
খ) না, আমি ম্যানেজ করে নিই

ফলাফল

১ নম্বর প্রশ্নের জন্য: ক) B, খ) A

২ নম্বর প্রশ্নের জন্য: ক) A, খ) B

৩ নম্বর প্রশ্নের জন্য: ক) B, খ) A

৪ নম্বর প্রশ্নের জন্য: ক) B, খ) A

৫ নম্বর প্রশ্নের জন্য: ক) A+, খ) B, গ) B+, ঘ) A

৬ নম্বর প্রশ্নের জন্য: ক) A, খ) B

৭ নম্বর প্রশ্নের জন্য: ক) B, খ) A

৮ নম্বর প্রশ্নের জন্য: ক) B, খ) A

৯ নম্বর প্রশ্নের জন্য: ক) B, খ) A

১০ নম্বর প্রশ্নের জন্য: ক) A, খ) B

ফলাফলে A বেশী হলে: আপনার প্রশ্নের উত্তরে যদি A বেশী আসে তাহলে বুঝে নেবেন আপনি মন থেকে চিন্তা করেন এবং সবসময় হৃদয় থেকে যা অনুভব করেন সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহন করে থাকেন। যদি নিজের কোনো সিদ্ধান্তে নিজের বিপদও ডেকে আনেন তারপরও আপনার কাছে অন্যের ভালোর জন্য নেয়া সিদ্ধান্তই সবচাইতে ভালো মনে হবে। আপনি প্রচণ্ড আবেগপ্রবণ একজন মানুষ সে কারণেই আপনি মন থেকে ভাবেন।

ফলাফলে B বেশী হলে: ফলাফলে B বেশী আসলে বুঝে নেবেন আপনি সিদ্ধান্ত নেয়ার সময় সকল ক্ষেত্রে মস্তিষ্ক থেকে চিন্তা করেন। আপনার কাছে আবেগ খুব বেশী পাত্তা পায় না, আপনি সবক্ষেত্রে যুক্তি দিয়ে ভাবতেই বেশী পছন্দ করেন। আপনি প্রচণ্ড বাস্তববাদী একজন মানুষ।

A এবং B সমান সমান হলে: যদি A ও B সমান সমান আসে তাহলে আপনি দুভাবেই চিন্তা করার মতো একজন মানুষ। আপনি যুক্তি দিয়ে ঠিকই চিন্তা করেন কিন্তু যদি মনে করেন সকলের জন্য ভালো হবে তাহলে আপনি নিজের যুক্তি থেকে সরে আসার মতো বুদ্ধি রাখেন। আপনি বুদ্ধিমান এবং সহানুভূতিশীল একজন মানুষ।

সূত্র: huffingtonpost, Do You ‘Think’ Using Your Heart Or Your Head? Here’s How To Tell



মন্তব্য চালু নেই