‘আপস নয় ওদের ধ্বংস করবো’

জঙ্গিদের সাথে কোন আপস নয়, ওদের ধ্বংস করা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, “ওরা মানুষ হত্যাকারী ওদের কোন ছাড় দেওয়া হবে না। ধ্বংস করবো ওদের।”

আজ সোমবার বিকেলে জাতীয় শহীদ মিনারে ১৪ দল আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসময় কেন্দ্রীয় ও নগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

হাসানুল হক ইনু বলেন, নামাজ না পড়ে জঙ্গিরা ইসলামের নামে মানুষ হত্যা করে, কিন্তু মূলত তারা ইসলাম ধর্মের শত্রু।

এদিকে গুলশান ও শোলাকিয়া হামলায় বিএনপির হাত থাকার ইঙ্গিত দিয়ে তথ্যমন্ত্রী বলেন, “ঐ রাজনৈতিক দলের (বিএনপি) সন্ত্রাসের ধারাবাহিকতায় এই সন্ত্রাস ও জঙ্গিবাদ।”

সম্প্রতি রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলায় ২০ বিদেশি হত্যা ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের পাশের মাঠে জঙ্গি হামলার ঘটনায় ৪ জন নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ। পর পর এই হামলার পর দেশে জঙ্গিবাদ প্রতিরোধের ডাক দিয়ে এই বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয় আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।



মন্তব্য চালু নেই