আফগানিস্তানে আরো সৈন্য প্রয়োজন হতে পারে : মার্কিন জেনারেল

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ও ন্যাটোর শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল জন ক্যাম্বেল তালেবান বিদ্রোহ দমনে সংগ্রামরত স্থানীয় বাহিনীগুলোকে সহায়তা প্রদানের জন্য আরো আমেরিকান সৈন্য চাইতে পারেন।

জেনারেল জন ক্যাম্বেল মঙ্গলবার ইউএসএ টুডে সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ২০১৫ সালের দ্বিতীয়ার্ধে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে, বিদ্রোহী হামলা বেড়েছে এবং তালেবান ও জাতীয় বাহিনীগুলোর মধ্যেও হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যে এক হাজার সৈন্য রেখে বাকি সৈন্য প্রত্যাহারের অঙ্গীকার থেকে সরে এসেছেন। গত অক্টোবরে তিনি ঘোষণা দেন, ২০১৬ সালের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৯ হাজার ৮শ’ সৈন্য আফগানিস্তানে নিয়োজিত থাকবে।

ক্যাম্বেল ইউএসএ টুডেকে বলেন, তিনি ওবামা প্রশাসনকে সর্বোচ্চ সংখ্যক সৈন্য যত দীর্ঘ দিন সম্ভব আফগানিস্তানে রাখার আহবান জানাবেন এবং আরো মার্কিন সৈন্য পাঠানোর অনুরোধ করতে পারেন।



মন্তব্য চালু নেই