আফ্রিদির শেষ সুযোগ: ওয়াকার

পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে। এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাবেক বিশ্ব চ্যামিম্পয়নরা। সমর্থকরা যে কোচ ওয়াকার ইউনুস ও আফ্রিদিদের উপর ক্ষিপ্ত সেটা অনুমিতই। তাই এবার টি-২০ বিশ্বকাপকে নিজের ও আফ্রিদিদের জন্য শেষ সুযোগ হিসেবে দেখছেন কোচ ওয়াকার।

শুক্রবার রাতে লাহোর থেকে আরব আমিরাতে রওয়ানা হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে ভারতের বিমান ধরবে। লাহোর থেকে বিদায় নেয়ার আগে ওয়াকার বলেন, ‘এবারের টি-২০ বিশ্বকাপ আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ আমরা গত ছয় মাস ভালো ক্রিকেট খেলিনি। আমি অবশ্যই বাজে পারফরম্যান্সের জন্য ব্যথিত।’

তিনি আরো বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে কখনো কুণ্ঠাবোধ করি না। কিন্তু দুর্ভাগ্যক্রমে এবার লক্ষ্য পূর্ণ করতে পারিনি। আমাদের সেরা পারফরম্যান্স দেখানোর জন্য সম্ভবত এবারের বিশ্বকাপই শেষ সুযোগ। জাতিকে হতাশ না করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

ভারতে এসে কলকাতায় ঘাঁটি করবে পাকিস্তান দল। রোববার দিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ মার্চ। প্রথম রাউন্ড পার করে যাওয়া কোনো একটি দলের মুখোমুখি হবে তারা।



মন্তব্য চালু নেই