আবহাওয়ার পূর্বাভাস জানাবে ছাতা

কখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কিংবা কখন ঝলমলে রোদ উঠবে তা জানিয়ে দেবে আপনার সঙ্গে বয়ে চলা ছাতা। এমন একটি ছাতা উদ্ভাবন করেছে ফ্যান্সের প্যারিস ভিত্তিক সংগঠন উইজু। ছাতাটির নাম উমব্রেলা।

গত বৃহস্পতিবার এই কিক স্ট্যার্টার প্রতিষ্ঠান জানায়। তারা এই স্মার্ট ছাতাটি তৈরির জন্য তহবিল সংগ্রহে নেমেছে।

প্রতিষ্ঠানটি দাবি করছে এই ছাতাটির জন্য একটি অ্যাপ রয়েছে। যেটি ফোনের মাধ্যমে কাজ করবে। এই অ্যাপটি পরবর্তী ১৫ মিনিটের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে কি না তা জানিয়ে দিতে পারবে।

এই ছাতাটি আবহাওয়ার সকল তথ্য সংগ্রহ করে। যেমন তাপমাত্রা, বায়ুর চাপ, আদ্রতা এবং আলো। ছাতাটির মাথায় গোপ্রো ক্যামেরা বসানোর জন্য একটি স্ক্রু আছে।

এই ছাতাটি ঝড় ঝাপটাতে কার্যক্ষম। কেননা, এটি বিশেষভাবে তৈরি। এটি পানিনিরোধক। এতে অ্যাগ্রোনমিক হাতল রয়েছে। এটিতে শামিয়ানা আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে ব্যবহারকারীকে রক্ষা করতে পারে।

এত সুবিধা সম্বলিত ছাতার দাম কিন্তু নেহাত কম নয়। এই ছাতাটি কিনতে গুনতে হবে ৬৬ ডলার। ভ্যাট এবং ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় ছাতাটির মূল্য দাঁড়ায় ৫ হাজার ১৭৬ টাকা।



মন্তব্য চালু নেই