আবারও ব্যর্থ সাকিব-মুশফিক; করাচির হার

আগের ম্যাচে জয়ের দেখা পেলেও শনিবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হারের তিক্ত স্বাদ পেয়েছে সাকিব-মুশফিকের দল করাচি কিংস। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-এর কাছে পাঁচ উইকেটে হেরেছে তারা।

করাচির ছুড়ে দেওয়া ১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কোয়েটার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রান করেন আহমেদ শেহজাদ। এছাড়াও ২৯ রানে অপরাজিত থাকেন সরফরাজ আহমেদ।

করাচির হয়ে আগের দিন বল করার সুযোগ না পেলেও এদিন সুযোগ পেয়েছেন সাকিব। সুযোগ কাজে লাগিয়ে চার ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। এছাড়াও দুটি উইকেট নেন উসামা মির।

এর আগে, টস জিতে ব্যাট করে করাচি কিংস নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১২৬ রান তোলে। সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক শোয়েব মালিক।

এদিনও ব্যাট হাতে সাকিব সেভাবে আলো ছড়াতে পারেননি। ১৯ বলে আউট হন ১০ রানে। ছিল না কোনও বাউন্ডারি! সাকিব ছাড়াও এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মুশফিক। আইজাজ চিমার বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যাওয়ার আগে পাঁচ বলে এক চারের সাহায্যে করেন ছয় রান।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-এর পক্ষে একাই চার উইকেট নেন গ্র্যান্ট ইলিয়ট।



মন্তব্য চালু নেই