আবারও রোবটের হাতে মরলো এক শ্রমিক!

ভারতের হরিয়ানায় এসকেএইচ নামে একটি যন্ত্রাংশ তৈরির কারখানায় রোবটের সঙ্গে দুর্ঘটনায় মারা গেছে এক শ্রমিক।

রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল মডেল টাউনশিপ এলাকায় অবস্থিত ঐ কারখানায় একসঙ্গে ৬২জন শ্রমিক ও ৩৯টি রোবট কাজ করছিল।
ভারতীয সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, কারখানাটিতে ভারী ধাতব পাত তোলার ও ওয়েল্ডিংয়ের কাজ করত নিহত শ্রমিক রামজি লাল। ভারী পাত তোলার প্রগ্রামিং করা একটি রোবটের কাছ থেকে এক ধাতব পাত সরে যাওয়ায় তা ঠিক করতে রোবটের খুব কাছে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে। সেসময় রোবটের হাত থেকে ওয়েল্ডিং করার কিছু স্টিক বের হয়ে রামজি লালকে বিঁধে ফেলে।

পরে তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রতিবাদে কারখানায় কাজ বন্ধ করে দেন শ্রমিকেরা। এ ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন তারা। অভিযোগ, রোবট কাজ করার জায়গায় কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।

তবে স্থানীয় পুলিশের সহকারী কমিশনার রাজেশ কুমার জানিয়েছেন, ‘কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

একবছর আগে বিয়ে করা ২৪ বছরের রামজি রালের পরিবারে চার বোন রয়েছে।

প্রসঙ্গত, বিশ্বে এমন দুর্ঘটনায় মারা যাওয়ার সংখ্যা খুবই কম। এর আগে গত ২৯ জুন জামার্নিতে ভলক্সওয়াগনের একটি কারখানায় রোবটের কারিগরি ত্রুটির জন্য মারা যায় এক শ্রমিক।



মন্তব্য চালু নেই